বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার এনায়েতপুরে মধ্যরাতে পানবরজে আগুন দিয়েছে। গত শুক্রবার মাঝরাতে আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামের পশ্চিমপাড়ার মাঠে মৃত কায়েম আলীর ছেলে মো. আব্দুল হান্নান ম-লের পানবরজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে হান্নান ম-ল জানান, রাত তিনটার দিকে আমি সংবাদ পায় আমার পানবরজে আগুন লেগেছে। দ্রুত বরজে গিয়ে দেখি বরজ পুড়ে শেষ। প্রায় দুই বিঘার মতো পানবরজ পোড়াকে রাজনৈতিক কোন্দলের কারণ মনে করছেন স্থানীয় লোকজন। কে বা কারা এর সাথে জড়িত আছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে পানবরজের মালিক হান্নান ম-ল আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ