আমি আপনাদের সাথে শেষ নিশ্বাস পর্যন্ত আছি
চুয়াডাঙ্গার মোমিনপুরে নতুন বস্ত্র ও ইফতার বিতরণকালে আসাদুল হক বিশ্বাস
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের উদ্যোগে শরিষাডাঙ্গা গ্রামে ফারুক চেয়ারম্যানের আমবাগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, এক সময় অন্ধকার জনপদ ছিলো এই এলাকা। এই এলাকায় বিদ্যুৎ এসছে আমার হাত ধরে। গ্রামে গ্রামে ছুটেছি। আপনারা আমাকে বহু আগে থেকেই দেখছেন। আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং জানেন। আমি আপনাদের নিজের মনে করি। আপনারাই আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। আমি আপনাদের সাথে শেষ নিশ্বাস পর্যন্ত আছি। সামনে ঈদ, ঘরে বসে থাকতে পারছিনা। নিজের মন নিজেকে ঘরে রাখতে দিচ্ছে না। আমার মন আপনাদের পাশে আসতে বার বার বলেছে। মন চাই আপনাদের পাশে থাকতে। ইতোমধ্যেই নিজের সাধ্যমতো চেষ্টা করছি, সকল আনন্দ যেনো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে পারি। আসাদুল হক বিশ্বাস বলেন, এই এলাকার যারা প্রকৃত আওয়ামী লীগের মানুষ, তারা আজ অনেকটাই বঞ্চিত। কেন বঞ্চিত, সেটি আপনাদেরই ভেবে দেখতে হবে। নিজেদেরকে শক্ত করে তুলতে হবে। আওয়ামী লীগে আসা সুবিধাভোগী নব্যরা প্রকৃত আওয়ামী লীগের মানুষকে চেপে রাখতে পারবে না। মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো প্রকার ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করে তুলবো। আপনারা সংগঠিত হন। সজাগ থাকেন। জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, মোমিনপুর ইউপি মেম্বার আরিফুল ইসলাম, রানা, শান্তি, কাজল, ছানোয়ার ফকির, খোকন, হুমায়ুন, আসাদুল, আমিনুল, নজরুল, শাহিনুর প্রমুখ।