আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজন সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: এক ঝাঁক উচ্ছল প্রাণ পাখির মতো উড়তে চায় তারা, নতুন কিছু পাওয়ার আশায় ছুটেছিলো তারা। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার আয়োজনে বার্ষিক বনভোজন আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০০ জন ছাত্র/ছাত্রী ও শিক্ষকরা অংশ নেন এ আয়োজনে। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। বন্ধুদের পরিবেশনার মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠে সবাই। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানে প্রথম অংশে ছিলো সম্মানিত অতিথিদের আসন গ্রহণ, মূল্যবান বক্তব্য ও দ্বিতীয় অংশে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তৃতীয় পর্বে ছিলো র‌্যাফেল ড্র। সর্বোপরি নবীন-প্রবীণ বন্ধুদের মধ্যে সুসম্পর্ক গঠনের মাধ্যমে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে বনভোজনটি সম্পন্ন হয়। বনভোজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজনও ছিলো। সকল আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি’র আয়োজনে গতকাল শুক্রবার দিনব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক বনভোজনের এই আয়োজনের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র অনুপস্থিতিতে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বি.এম. রাশেদুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইফতেখার মুহাম্মদ নূর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইসার প্রফেসর ড. মো. সেলিম তোহা, ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার, ডিরেক্টর অফ ফিন্যান্স আব্দুল মজিদ বিশ্বাস ও কৃষি বিভাগের বিভাগীয় প্রধান কন্ট্রোলার ড. নাহিদ পারভেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসিসটেন্ট প্রফেসর মোসাম্মাৎ সামসুন্নাহার, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রসিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. আরিফুর রহমান, ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যাসিসটেন্ট প্রফেসর ও বিভাগীয় প্রধান মোসাম্মাৎ উম্মে তোহফা, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় অ্যাসিসটেন্ট প্রফেসর ও বিভাগীয় প্রধান সাজিন ইসলাম, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেসন অ্যাসিসটেন্ট প্রফেসর ও বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান, ডিপার্টমেন্ট অফ ‘ল’ বিভাগের বিভাগীয় প্রধান মো. বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলাসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, লটারিসহ নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা উপভোগ করেন এই আয়োজন। লটারিতে প্রথম পুরস্কার ছিলো একটি স্মার্ট ফোনসহ মোট ৫০টি পুরস্কার প্রায় ৫০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ছাত্র জিল্লুর রহমান ও গীতা থেকে পাঠ করেন কৃষি বিভাগের ছাত্রী অনন্যা মল্লিক। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মিঠু রানা ও কৃষি বিভাগের নিশাত ফেরদৌস।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More